
ডেস্কও ব্যুরোঃ করোনার জেরে দেশ জুড়ে জারি রয়েছে লক ডাউন। অনুরূপ ভাবে জারি
করা হয়েছে কার্ফু। ইতিমধ্যে সোমবার রাজ্যে প্রথম করোনা আক্রান্তের হদিস মিলেছে।
তারপরই আরো বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বর্তমানে জিবিতে চিকিৎসাধীন আক্রান্ত
মহিলা।
প্রশাসনের পক্ষ থেকে অযথা আতঙ্কিত না হতে আহ্বান জানানো হয়েছে। সব ধরনের
উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। কেবল সতর্কতা এবং স্বাস্থ্য দপ্তর প্রদেয়
নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে। আক্রান্ত মহিলার ট্রেভেল হিষ্ট্রি যাচাই
করে ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন।
কিন্তু এরই মধ্যে মঙ্গলবার দেখা গেল রাজধানীর জিবি এলাকা সুনশান হয়ে রয়েছে। লক
ডাউনের পর স্বাস্থ্য বিষয়ে কিছু মানুষ জিবি হাসপাতাল মুখী হলেও এখন আর হচ্ছে না।
একই সঙ্গে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। সামজিক দূরত্ব যাতে বজায় থাকে তার
জন্য আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রশাসনিক এই উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ জনগণ। অন্য দিনের চেয়ে জিবি
এলাকার চিত্র ছিল ব্যতিক্রম বলে জানান স্থানীয়রা।
0 মন্তব্যসমূহ