
ডেস্কও ব্যুরোঃ জৈন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব গুলির মধ্যে একটি হল মহাবীর
জয়ন্তী। সোমবার অহিংসা ধর্মের প্রবর্তক হিসাবে পরিচিত মহাবীরের জন্মদিন অর্থাৎ
মহাবীর জয়ন্তী।
প্রতিবছর এই দিনটিকে একটু ভিন্ন ভাবে পালন করা হলেও এই বছর ধর্মীয় রীতি মেনে
ভক্তরা দিনটি পালন করে কারন সমগ্র দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লক ডাউন লাগু
রয়েছে। তথাপি এইদিন সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও রীতি মেনে মহাবীর জয়ন্তী পালন
করা হয়।

জৈন ধর্মাবলম্বীরা এইদিন রাজধানীর প্যালেস কম্পাউন্ডস্থিত মহাবীর রিলিজিয়াস
ট্রাস্টে গিয়ে মহাবীরের মূর্তিতে ফুল দিয়ে ভক্তি সাথে শ্রদ্ধা জ্ঞাপন করেন। জৈন
ধর্মাবলম্বী এক ব্যক্তি জানান করোনা ভাইরাসের কারনে লক ডাউন চলছে। তাই এই বছর বড়
পরিসরে মহাবীর জয়ন্তী পালন করা হচ্ছে না। প্রশাসনের নির্দেশিকা মেনে জৈন
ধর্মাবলম্বীরা সামাজিক দূরত্ব বজায় রেখে মহাবীর রিলিজিয়াস ট্রাস্টে গিয়ে মহাবীরের
মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। ার সকলের মঙ্গল কামনা করছে।

0 মন্তব্যসমূহ