
ডেস্কও ব্যুরোঃ রাজ আমল থেকে চলে আশা গড়িয়া পুজোতে এবার করোনার ছায়া। পরিস্থিতির
কথা বিবেচনা করে এই বছর গড়িয়া পুজোর আয়োজন থেকে বিরত থাকার ঘোষণা রাজধানীর
এডভাইজার চৌমুহনী স্থিত বুরু পুকুর পাড়ের পুজো উদ্যোক্তাদের।
এই বছর সারা বিশ্ব জুড়ে যে করোনার মাহামারি এই অবস্থায় ভারত ও ত্রিপুরা
সরকারের যে নির্দেশিকা তাঁকে সম্মতি জানিয়ে পুজো না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সামজিক দুরত্ব বজায় রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রতিবছর পুজোর আয়োজন করা যাবে। এই বছর পরিস্থিতি অনুযায়ী পুজো না করার জন্য
সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে বলে জানান কসমোপলিটন ক্লাবের সম্পাদক উপানন্দ
দেববর্মা।

0 মন্তব্যসমূহ