About Me

header ads

স্যানিটাইজেশনের উদ্যোগ নিল রাজ্যের সিআরপিএফ বাহিনী!


ডেস্কও ব্যুরোঃ কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্ব ব্যাপী লড়াই অব্যাহত রয়েছে। এর বাইরে নয় ভারতবর্ষ। প্রধানমন্ত্রীর উদ্যোগে সমাজের প্রতিটি অংশের মানুষ এখন একজন যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
সিআরপিএফ জওয়ানদের বিশেষ দায়িত্ব রয়েছে যাতে পুরো দমে এর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়। যাতে করে করোনার বিরুদ্ধে দ্রুত জয় আসে তার জন্য উদ্যোগ রয়েছে সিআরপিএফ জোয়ানদের। সেই ধারা মেনে ত্রিপুরায় বিশেষত আগরতলায় যেখানে সিআরপিএফ এর ব্যাটেলিয়ান বেশী আছে সেই সমস্ত এলাকায় চলছে স্যানিটাইজেশন করার উদ্যোগ। ধীরে ধীরে সমস্ত ব্যাটেলিয়ানের কার্যালয়ে এই কাজ করা হচ্ছে। দিন রাতে চলছে এই স্যানিটাইজেশনের প্রক্রিয়া।
সেই সঙ্গে অনেক ব্যাটেলিয়ানের পক্ষ থেকে দুঃস্থদের জন্য খাদ্য সামগ্রী, জল ও ওষুধ বিতরণ করা হচ্ছে। শুক্রবার সিআরপিএফ ১২৪ নং ব্যাটেলিয়ান শালবাগানের উদ্যোগে এবং  অল ত্রিপুরা ডিজাস্টার ভলেন্টিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এমবিবি বিমানবন্দর সহ আশপাশের এলাকায় স্যানিটাইজেশন করা হয়। নিজেদের দায়িত্ব প্রতিপালনের পাশাপাশি সামজিক দায়বদ্ধতা থেকে সিআরপিএফ এর এই উদ্যোগ বলে জানান ডিআইজি বিজয় কুমার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ