About Me

header ads

পানীয় জলের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর!


ডেস্কও ব্যুরোঃ জলের দাবিতে কৈলাশহর কুমারঘাট সড়ক অবরোধ করে পূর্ব কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের ২ ও ৩নং ওয়ার্ডের বাসিন্দারা।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ দিন ধরে এই জলের সমস্যায় ভুগছেন তারা। পাশাপাশি সাপ্লাই যখন আসে তখন স্থানীয় এলাকার কিছু লোকজন নিজ নিজ বাড়িতে মোটর লাগিয়ে দেন। এই মোটর লাগানোর ফলেই পূর্ব কাউলিকুড়া ২ ও ৩নং ওয়ার্ডের বাসিন্দারা জলের সমস্যায় ভুগছেন। বহুবার স্থানীয় দপ্তর ও পঞ্চায়েতকে জানানো হলেও কাজের কাজ কোন কিছুই হয়নি।


তাই বাধ্য হয়ে সোমবার  তারা পথ অবরোধে বসে। খবর পেয়ে  কৈলাশহর থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। প্রায় দেড় ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ।
অবশেষে কৈলাশহর মহকুমা অফিসের ডিসিএম রূপক ভট্টাচার্য ছুটে আসেন। তিনি সড়ক অবরোধকারীদের আশ্বাস দেন তাদের অভিযোগ গুরুত্বসহকারে দেখা হবে, এবং এলাকায় পানীয় জল স্বাভাবিক ভাবে সরবরাহ করা হবে।  ডিসিএম রূপক ভট্টাচার্য-র কাছ থেকে আশ্বাস পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ