
ডেস্কও ব্যুরোঃ করোনা ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লক ডাউন। এর ফলে
দপ্তরের কর্মীরা অফিসে নিয়মিত আসতে পারছে
না। যার দরুন জল সরবরাহে ব্যাঘাত ঘটছে। এমনটাই প্রত্যক্ষ করা গেল রাজধানীর ৭৯ টিলা
এলাকায়। স্বাস্হ্য কর্মীদের আবাসনে নিয়মিত জল প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ। জল
সরবরাহ স্বাভাবিক না থাকার কারণে বিপাকে পড়েছে আবাসন বাসী।
তাদের অভিযোগ লক ডাউনের পরের দিন থেকে তাদের জল সরবরাহ করা হচ্ছে না। শনিবার
শেষ পর্যন্ত আগরতলা পুর নিগমের ট্যাঙ্কের মাধ্যমে জল প্রদান করা হয়। এই সমস্যার
স্থায়ী সমাধান চান তারা।

0 মন্তব্যসমূহ