
ডেস্কও ব্যুরোঃ লক ডাউনের সময় বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিল্পপ্রতিষ্ঠান ও চা
বাগিচা গুলি। ধীরে ধীরে পরিস্থিতির দিকে নজর রেখেই শিল্প ক্ষেত্রে উৎপাদন শুরু
করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে চা শিল্পের সঙ্গে যুক্তদের কাজে নামার উদ্যোগ
নেওয়া হয়।
ইতিমধ্যে রাজ্যের চা- বাগান গুলিতে করোনা নির্দেশিকা মেনে বাগানের
শ্রমিকরা পাতা তোলার কাজ শুরু করেছে। সামাজিক দূরত্ব , মুখে মাস্ক ও ভাল করে হাত ধোওয়ার বিষয়টি নিশ্চিত করেই কাজ
শুরু করেছেন শ্রমিকেরা। রাজধানী সংলগ্ন চা- বাগান গুলিতে এই নির্দেশিকা মেনে
শ্রমিকেরা রবিবার কাজ শুরু করে।
দুর্গা বাড়ি চা বাগানে এই দৃশ্য পরিলক্ষিত হয়।
অন্যান্য বছরের চেয়ে এইবার উৎপাদন কম। এর উপর করোনার প্রকোপ। সব মিলিয়ে শ্রমিকদের
অবস্থা সঙ্গিন। অর্ধেক শ্রমিককে নির্দেশিকা মোতাবেক বাগানে কাজে লাগানো হয়েছে।
সরকারী নির্দেশিকা মেনেই বাগানে শ্রমিকরা কাজ করছেন বলে জানান বাগানের দায়িত্ব
প্রাপ্তরা।

0 মন্তব্যসমূহ