
ডেস্কও ব্যুরোঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ক্রমে বাড়ছে করোনা ভাইরাসের আশংকা।
৬ এপ্রিল ত্রিপুরায় কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া প্রথম ঘটনাটি সামনে এসেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী এর নিশ্চিতি প্রদান করেছেন।
করোনায় আক্রান্ত ৪৫ বছরের মহিলা গোমতি জেলার উদয়পুরের বাসিন্দা বলে জানা গেছে।
সূত্র থেকে জানা গেছে, বিগত ৬ দিন থেকে তিনি জ্বরে ভুগছিলেন। তাঁকে ভর্তি করানো হয় গোমতি জেলা
হাসপাতালে।
৫ এপ্রিল, রবিবার আক্রান্ত মহিলার শ্বাসকষ্টজনিত সমস্যা হতে থাকে। এরপরই তাঁকে ভর্তি
করানো হয় আগরতলাস্থিত ILS নামক একটি ব্যক্তিগত চিকিৎসালয়ে।
তারপর আইএলএস থেকে মহিলাকে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে এনে পরীক্ষা করা হয়।
গতকাল সন্ধ্যায় তার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।
Alert!— Biplab Kumar Deb (@BjpBiplab) April 6, 2020
First #COVID19 positive case detected at Tripura. The patient is from Udaipur.
Don't Panic, we are taking proper care of the patient.
Stay Home Stay Safe.
Update at: 8PM / April 6
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যে করোনা ভাইরাসের ঘটনায় রাজ্যবাসীকে শংকিত না
হওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখযোগ্য যে, উত্তর
পূর্বাঞ্চলের প্রথম কোভিড-১৯ এ আক্রান্ত মেয়েটি (মণিপুরের) সুস্থ হয়ে উঠেছে।
এ পর্যন্ত মিজোরামে একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে,
এবং অসমে ২৬ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। যার
মধ্যে ২৫ জনই নিজামুদ্দিন ফেরত।

0 মন্তব্যসমূহ