ডেস্কও ব্যুরোঃ রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর। ঘটনা
রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনী এলাকায়। আগুনের গ্রাস করে নেয় বসতঘর এবং নগদঅর্থ সহ
অন্যান্য প্রয়োজনীয় নথি ও সামগ্রী।
তবে
অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে জনমনে রয়েছে অনেক ধোঁয়াশা। রাতের এই অগ্নিকাণ্ডের
জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সংবাদে প্রকাশ,
রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনীর বাসিন্দা চন্দ্রমান দেববর্মার বাড়িতে ভাড়াটিয়া
হিসেবে থাকতেন নমিতা দেববর্মা। তার বাড়ি কমলপুরের মানিক ভান্ডার। প্রতিদিনের
ন্যায় রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাতে টের পান ঘরে আগুন লেগেছে। তার
চিৎকারে ছুটে আসে সকলে। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। ঘরে থাকা একটি গ্যাস
সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

সাথে সাথে খবর
দেওয়া হয় দমকল কর্মীদের। ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। তবে দমকল কর্মীরা আগুন
আয়ত্তে আনার আগেই ভাড়াটিয়ার বসতঘরটি আগুনে ভস্মীভূত হয়ে যায়।
বাড়ীর মালিকের
অভিযোগ মতে দমকল কর্মীরা সময়মতো এলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো বলে বাড়ির মালিক
চন্দ্র মান দেববর্মা জানান। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা।
ভাড়াটিয়া নমিতা দেববর্মা জানান তার নথিপত্র, সামগ্রী ও নগদ টাকা আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

0 মন্তব্যসমূহ