
ডেস্কও ব্যুরোঃ রবিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আইজিএম
হাসপাতালের দন্ত বিভাগের O.T-র ৪ নং
রুমে। এইদিন ভোরে হাসপাতালের কর্মীরা দেখতে পায় হাসপাতালের দন্ত বিভাগের O.T-র ৪ নং রুম
থেকে ধুঁয়া বের হচ্ছে। সাথে সাথে তারা বিষয়টি হাসপাতালের চিকিৎসকদের জানায়। খবর
দেওয়া হয় দমকল বাহিনিকে। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন
নিয়ন্ত্রনে আনে। যদিও ততক্ষণে দন্ত বিভাগের O.T-র ৪ নং রুমের একটি এ.সি সহ বিভিন্ন
সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়ে যায়। ধারনা করা হচ্ছে এসি-র শট-সার্কিট থেকে এই অগ্নি
সংযোগ ঘটেছে।

ক্ষতিগ্রস্ত
রুমটিকে দ্রুততার সাথে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়। হাসপাতালের সাফাই কর্মীরা
দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে। তবে এইদিন ভোরের অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালের কর্মী
সহ রোগী ও তাদের পরিবার পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

0 মন্তব্যসমূহ