About Me

header ads

ত্রিপুরার জনজাতিদের জন্য আর্থিক সাহায্য এ.ডি.সি প্রশাসনের!


ডেস্কও ব্যুরোঃ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকার লক ডাউন ঘোষণা করেছেন। কারন সামাজিক দূরত্ব বজায় না রাখলে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।
অন্যদিকে এই লক ডাউনের ফলে গরীব ও শ্রমজীবী অংশের মানুষ এক প্রকার দিশেহারা। বিশেষ করে জনজাতি অধুষ্যিত এলাকা গুলিতে খাদ্য সঙ্কট দেখা দেওয়ার উপক্রম।
এই পরিস্থিতিতে উপজাতি এলাকার ২৬ হাজার ৬০০ পরিবারকে এ.ডি.সি প্রশাসন ১,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ.ডি.সি প্রশাসনের অধিনস্ত ধলাই জোনের  ১৪,০০০ পরিবার, নর্থ জোনের ৬,০০০ পরিবার, খোয়াই জোনের ১,২০০ পরিবার, সাউথ জোনের ৩,০০০ পরিবার এবং ওয়েস্ট জোনের ২,৪০০ পরিবারকে এই সাহায্য প্রদান করা হবে। এতে মোট ২.৬ কোটি টাকা খরচ হবে এ.ডি.সি প্রশাসনের।
বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটা জানান এ.ডি.সি'র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। এই প্রকল্প কেবল মাত্র জনজাতিদের জন্যই বলেই জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ