
ডেস্কও ব্যুরোঃ পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ত্রিপুরা-আসাম সীমান্তের বাগন গ্রাম
পঞ্চায়েতের কাঠালতলী এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা
জহুর উদ্দিন। বয়স আনুমানিক ৬৮ বছর। ওনার ছেলে আবু তাহের। পেশায় গৌহাটি উচ্চ
আদালতের আইনজীবী। অভিযোগ পিতার সম্পত্তি একা হাতিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন
ধরে আবু তাহের তার বাবাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো। এরই মধ্যে
০২রা এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার পিতাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এবং নিজের
ঘরে মৃতদেহ লুকিয়ে রাখে।
অবশেষে শুক্রবার দুপুরে ঘটনা প্রকাশ্যে আসে। খবর
দেওয়া হয় বাজারীছড়া থানায়। ঘটনাস্থলে ছুটে যান বিশাল পুলিশবাহিনী ।
মৃতদেহটি পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ
হাসপাতালে পাঠায়। এইদিকে অভিযুক্ত আবু তাহেরকে আটক করে আদালতে সোপর্দ করে।

0 মন্তব্যসমূহ