
ডেস্কও ওয়েব ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লক ডাউন জারি রয়েছে। আর এই লক ডাউনের
ফলে কৃষকরা ক্ষতির সন্মুখিন। কারন তারা কৃষি ক্ষেত্রে সঠিক সময়ে সার কীটনাশক
ব্যবহার করতে পারছিল না।
সমগ্র দেশের পাশাপাশি রাজ্যের কৃষকদেরও একই অবস্থা। অবশেষে দেশের সরকার
কৃষকদের সমস্যার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। কৃষিকাজ থমকে
গেলে আগামীতে দেশে খাদ্যের সমস্যা দেখা দিতে পারে। তাই কৃষি ক্ষেত্রে লক ডাউন
শিথিল করা হয়। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক লাগিয়ে কৃষি ক্ষেতে কাজ
করার পরামর্শ দেওয়া হয়। সেই মোতাবেক কৃষকরা কাজ শুরু করেছে।
রাজধানি লাগোয়া লঙ্কামুরা, শান মুড়া, মধ্যভুবনবন
এলাকার কৃষকরা সরকারের নির্দেশিকা মেনে কৃষি ক্ষেতে কাজ শুরু করেছে। সংবাদ
প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠে। কৃষকরা মুখে মাস্ক লাগিয়ে সামাজিক
দূরত্ব বজায় রেখে কৃষি ক্ষেতে আগাছা বাছাই করছে। কৃষি ক্ষেতে কর্মরত কৃষকরা জানায়
তারা দেশ ও রাজ্য সরকারের নির্দেশিকা মেনে মুখে মাস্ক লাগিয়ে সামাজিক দূরত্ব বজায়
রেখে কৃষি ক্ষেতে কাজ শুরু করেছে।

0 মন্তব্যসমূহ