
ডেস্কও ব্যুরোঃ করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে
ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে পদক্ষেপ করল কেন্দ্র সরকার।
ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্য সমস্ত রাজ্য ও
কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হাসপাতাল যাওয়ার
পথে কিংবা কোয়ারেন্টাইন সেন্টার যাওয়ার পথে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা
সুনিশ্চিত করার নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
এ প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব পি এস
শ্রীবাস্তব জানিয়েছেন,”
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার
কথা ফের সমস্ত রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বলা হয়েছে। ডাক্তার ও
স্বাস্থ্যকর্মীরা যখন হাসপাতাল বা কোয়ারেন্টাইন সেন্টারে যাবেন,
তখন তাঁদের পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা প্রদান করতে
হবে”।
উল্লেখ্য, হাসপাতাল বা
কোয়ারেন্টাইন সেন্টার যাওয়ার পথে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করা হচ্ছে
বলে বেশ কয়েকটি অভিযোগ সামনে এসেছে। সেকারণেই কেন্দ্রের এহেন পদক্ষেপ বলে মনে করা
হচ্ছে।

অন্যদিকে, লকডাউন
পরিস্থিতিতে অত্য়াবশকীয় পন্য সরবরাহে নজর রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে
জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এও জানিয়েছেন,
পরিস্থিতি মোকাবিলায় এনসিসি, কেন্দ্রের সশস্ত্র পুলিশ বাহিনী সাহায্যে জন্য এগিয়ে
এসেছে।
এদিকে, দেশে করোনা
আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৭ হাজার ৪৪৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত
হয়েছেন ১০৩৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩৯ জনের। এদিকে,
এই পরিস্থিতিতে দেশে লকডাউনের মেয়াদ বাড়তে পারে জোর
জল্পনা চলছে। এ নিয়ে আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

0 মন্তব্যসমূহ