About Me

header ads

কর্তব্যে গাফিলতির দায়ে সরিয়ে দেওয়া হল ঊনকোটি জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্টকে!


ডেস্কও ব্যুরোঃ কর্তব্যে পালনে গাফিলতির জন্য দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল ঊনকোটি জেলা হাসপাতালের সুপার ডাক্তার যদু মোহন ত্রিপুরাকে। ডাক্তার যদু মোহন ত্রিপুরাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফের বার্তা দিলেন অনিয়ম বা অবহেলার সঙ্গে কোনো আপোষ নয়।
জনস্বার্থ সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ।ঊনকোটি জেলা হাসপাতালের সুপার পদ থেকে সরিয়ে ডাক্তার যদু মোহন ত্রিপুরাকে ধলাই জেলার মেডিক্যাল অফিসার করা হয়েছে।
উল্লেখ্য সম্প্রতি ঊনকোটি জেলা হাসপাতালের নার্সরা অভিযোগ করছিলেন যে, তারা পর্যাপ্ত পরিমাণে মেডিক্যাল সরঞ্জাম পাচ্ছেন না। এই ঘটনার তদন্তে উঠে আসে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ করা হলেও হাসপাতালের এম.এস ডাক্তার যদু মোহন ত্রিপুরার গাফিলতির কারনে সেই সরঞ্জাম নার্সরা পাচ্ছে না। ফলে হাসপাতালের নার্সরা জীবনের ঝুকি নিয়ে কাজ করছে। তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডাক্তার যদু মোহন ত্রিপুরাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ