About Me

header ads

ত্রিপুরায় বন্য হাতির তান্ডবে গৃহহীন এক পরিবার!


ডেস্কও ব্যুরোঃ করোনাতঙ্কে সকলে যখন গৃহবন্দী। সেই সময় বন্য হাতি তান্ডব চালিয়ে এক গৃহস্থের বসত ঘর নষ্ট করে দেয়।
ঘটনা তেলিয়ামুড়া থানাধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মহারানিপুর গ্রামে। অল্পেতে রক্ষা পায় গৃহকর্তা সহ গোটা পরিবার। বুধবার ভোরে মহারানীপুর গ্রামের বাসিন্দা হরেন্দ্র দাসের বাড়িতে বন্য হাতি চড়াও হয়ে উন্মত্ত তান্ডব চালিয়ে বসত ঘর ভেঙ্গে দেয়। ঘড়ের মানুষ জন কোন ক্রমে বেড়িয়ে এসে বাইরে চিৎকার জুড়ে দেয়। প্রতিবেশীরা সজাগ হয়ে বন্য হাতি তাড়ানোর কাজে নামেন।
লক ডাউনের মাঝে প্রতিরাতে পালা করে এলাকায় চলে পাহারা। সেই পাহারা দিয়ে বাড়ি ফেরে সকলেই। তারা বাড়ি ফিরতেই ভোরে এই তাণ্ডব চালায় বন্য হাতির দল। পরিবারটির থাকার মত কোন ঘর না থাকায় পরিবারটি বর্তমানে ডি এম কলোনি এস বি স্কুলে এসে আশ্রয় নেয়। বাধ্য হয়ে স্কুলে আশ্রয় নিতে হয় পরিবারটিকে।
গ্রামবাসীরা বন কর্মীদের খবর দিলেও তারা যথা সময়ে যায়নি বলে অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ