
ডেস্কও ওয়েব ডেস্কঃ বেসরকারি ক্ষেত্রে কর্মরত ছিল কিন্তু লক ডাউনের ফলে রোজগারহীন হয়ে পড়াদের
আর্থিক ভাবে সহায়তা প্রদান, বেরোজগার গৃহশিক্ষকদের মাসিক ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান,
বহিঃরাজ্যে আটকে পড়া রাজ্যের ছাত্র- ছাত্রী ও
নাগরিকদের রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা সহ মোট ৭ দফা দাবিকে
সামনে রেখে বুধবার পশ্চিম জেলার জেলা শাসকের নিকট যৌথ ভাবে ডেপুটেশান প্রদান করলো DYFI
রাজ্য কমিটি ও TYF কেন্দ্রীয় কমিটি।এইদিন DYFI রাজ্য কমিটি ও TYF কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধিদল পশ্চিম জেলার জেলা শাসকের
কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট এই ডেপুটেশান প্রদান করে।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন DYFI
রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব। তিনি সংবাদ
প্রতিনিধিদের জানান এই ৭ দফা দাবিকে সামনে রেখে ইতিপূর্বে স্মারক লিপি দেওয়া হয়েছে
রাজ্যের মুখ্যসচিবকে। একই সাথে স্মারক লিপি প্রদান করা হচ্ছে রাজ্যের প্রতিটি
জেলার জেলা শাসককে। তিনি আশা ব্যক্ত করেন রাজ্য সরকার তাদের এই দাবি গুলির
যৌক্তিকতা স্বীকার করবে।

0 মন্তব্যসমূহ