About Me

header ads

বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ স্থানীয়দের হাতে আটক নেশাকারবারি!


ডেস্কও ওয়েব ডেস্কঃ মঙ্গলবার কমলাসাগর বিধানসভার  মধুপুর থানাধীন শান্তিটিলা এলাকার জনগণ মধুপুর হাট বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময়  তিন যুবক একটি বাইকে চেপে যাচ্ছিল। বাইকের নাম্বার TR-O7C-5452
যুবকদের সন্দেহ  হওয়াতে তাদের আটক করে স্থানীয়রা।  পরবর্তী সময় স্থানীয়রা দেখতে পান তিন যুবকের সাথে থাকা ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে ফেন্সিডিল রয়েছে। সঙ্গে সঙ্গে তিন যুবককে আটক করে। তাদের নাম শরিফ মিয়া,  ইব্রাহিম মিয়া এবং নবকুমার মুন্ডা । সকলের বাড়ি মিয়াপাড়া এলাকায় । ইব্রাহিম মিয়া পাচারকারীর মূল নায়ক বলে জানা গেছে।
এদিকে  মধুপুর থানা পুলিশকে খবর দিলে দীর্ঘ সময় পর ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের সামনে থেকেই পাচারকারীর মূল নায়ক ইব্রাহিম মিয়া পালিয়ে যায় বলে অভিযোগ। এলাকার জনগণ কিংবা পুলিশ পেছনে ধাওয়া করে তার টিকির নাগাল পায়নি। পরবর্তী সময় ধৃত অপর দুইজনকে নিয়ে আসে মধুপুর থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ