
ডেস্কও ব্যুরোঃ গোপন খবরের ভিত্তিতে বুধবার ভোরে নেশা পাচারের বিরুদ্ধে বড় সর
সাফল্য পেল রাজ্য পুলিশ।
এদিন রাজধানী সংলগ্ন আড়ালিয়া ব্রীজের উপর একটি গাড়ি দাড়িয়ে থাকতে দেখে পুলিশ
অভিযান চালায়। পুলিশের অভিযানের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়িতে থাকা দুই
জন। আটক করা হয় TR01N1556 নাম্বারের ছোট পণ্য বাহী গাড়িটি। আটক গাড়িতে তল্লাশি
চালিয়ে উদ্ধার করা হয় এসকফ। পরে গারিটিকে কলেজ টিলা ফারিতে নিয়ে যায় পুলিশ। গাড়িতে
করে এই নেশার সিরাপ পাচার করা হচ্ছিল বলে জানায় পুলিশ।
গাড়ি থেকে প্রায় সাড়ে ৬ হাজার এসকাফের বোতল উদ্ধার করে পুলিশ। আটক নেশা
সামগ্রীর বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানান ডি এস পি মিহির লাল দাস। এই
ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। পালিয়ে যাওয়াদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

0 মন্তব্যসমূহ