
ডেস্কও ব্যুরোঃ কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিকের অফিস সংলগ্ন কুমারঘাট বাশ
বাগান এলাকায় চলছে এই ড্রাগসের রমরমা বলে অভিযোগ। আর ড্রাগস ব্যাবহারকারীদের রুখতে
এলাকার মানুষও ইদানিং যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে। লকডাউনের দিন থেকে প্রায় প্রতিদিনই
তাদের হাতে ধরা পড়ছে ড্রাগস ব্যাবহারকারীরা।

মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের পাশ থেকে এমনই এক যুবককে আটক করে পুলিশের হাতে
তুলে দিলো এলাকাবাসী। ঘটনার বিবরনে জানা যায় ধৃত যুবকের নাম সুমন চাকমা।
এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তারা তাকে আটক করলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ড্রাগসের
কৌটো এবং সিরিঞ্জ উদ্ধার করে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়।
অন্যদিকে ধৃত যুবক নিজেও স্বীকার করে সে ড্রাগস ব্যাবহার করে। সে জানায়
কুমারঘাটের জনৈক যীসু নামের এক যুবকের কাছ থেকে সে ড্রাগস ক্রয় করে বিগত কিছুদিন
ধরে।

0 মন্তব্যসমূহ