About Me

header ads

ধর্মনগরে ঝড়ে বিধ্বস্ত বিদ্যুৎ লাইন সারাইয়ে তৎপর দপ্তর!


ডেস্কও ব্যুরোঃ ধর্মনগরে বিদ্যুতের লাইন সারাইয়ে তৎপর দপ্তর। শনিবার রাতের প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সমগ্র উত্তর জেলায়। বাড়ি ঘরের ক্ষয়ক্ষতির সঙ্গে সঙ্গে কৃষকের ফসলের যেমন ক্ষতি হয়েছে, ঠিক তেমনি ধর্মনগরের চারিদিকের বড়বড় গাছের ডাল ও গাছ ভেঙে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুত সংযোগ ছিন্ন হয়েছে।
বিদ্যুত দপ্তরের কর্মীরা রাত থেকেই গাছ  কেটে বিচ্ছিন্ন  বিদ্যুতের তার গুলো পুনরায় বিদ্যুত সংযোগের উপযোগী করে তোলার কাজে ব্যাস্ত হয়ে পড়েছেন। ধর্মনগর রেলগেট সংলগ্ন ইন্ডিয়ান ওয়েল এলাকায় শনিবার রাতের ঝড়ে বিশালাকার একটি গাছ বিদ্যুত তারের উপরে পরলে সমগ্র ধর্মনগরে বিদ্যুত সংযোগ বিকল হয়ে পড়ে।
রবিবার সকাল থেকেই গাছ কেটে বিদ্যুত সংযোগ দেওয়ার চেষ্টায় লেগে পরেন বিদ্যুত দপ্তরেরর কর্মীরা। এই বিষয়ে জানান দপ্তরের ইঞ্জিনিয়ার সঞ্জীব দাসগুপ্ত। এদিকে ধর্মনগরের মহকুমা শাসক মহকুমার বিভিন্ন ক্ষয়ক্ষতির পরিস্থিতি পরিদর্শনে বেড়িয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ