
ডেস্কও ওয়েব ডেস্কঃ ধলাই জেলা বাসীর ঝুলিতে এক নতুন পলক যুক্ত হতে চলছে। ধলাই জেলাতে হতে চলছে
মেডিকেল কলেজ। বুধবার আমবাসার লালছড়ি
এলাকায় মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে যান বিধায়ক পরিমল দেববর্মা সহ প্রসাসনের এক
প্রতিনিধি দল। আমবাসা ব্লকের লালছড়ি এলাকায় গড়ে উঠবে বিশাল আকারের জায়গা নিয়ে
মেডিকেল কলেজ।
সেই জায়গা পরিদর্শন ও এলাকার মানুষদের সাথে কথা বলতে এদিন তিনি ছুটে যান
লালছড়ি এলাকায়। বুধবার থেকে চলবে জায়গা নির্ধারন করার কাজ। কাজ চলাকালিন সময়ে এলাকার কিছু লোক বাধাঁ দেয়। পরে বিধায়কের
হস্তক্ষেপে পুনঃরায় চলে কাজ।
এদিনের এই মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে বিধায়কের সাথে ছিলেন এস.ডি.এম জে,ভি দুয়াতি, ধলাই জেলা পরিষদের সদস্য মৃদুল দত্ত, আমবাসা মন্ডল সভাপতি সন্দিপ পাল সহ প্রশাসনের আন্যান্য আধিকারিকরা। এক
সাক্ষাৎকারে বিধায়ক পরিমল দেববর্মা বলেন মেডিকেল কলেজের জমি দিতে গিয়ে যদি কেউ
ভূমিহিন হয়ে পড়ে, সেই বিষয়টা
সরকার দেখবে।

0 মন্তব্যসমূহ