About Me

header ads

চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ১৪ দিনের ফেসেলিটি কোয়ারেন্টাইনে পাঠালো স্বাস্থ্যদপ্তর!

ডেস্কও ব্যুরোঃ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আপাতত শূন্য। দ্বিতীয় করোনা আক্রান্ত টি.এস.আর জওয়ান সুস্থ হয়ে শনিবার জিবি হাঁসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এইদিন হাঁসপাতাল থেকে তাকে ছাড়ার পর তার চিকিৎসায় যে সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা নিয়োজিত ছিল তাদেরকে ১৪ দিনের ফেসেলিটি কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত ডাক্তার সুব্রত ভৌমিক সংবাদ প্রতিনিধিদের জানান ওনার কাছে ভালো লাগছে, কারন আর কোন করোনা আক্রান্ত রোগী আইসোলেশন ওয়ার্ডে নেই। আইসোলেশন ওয়ার্ড খালি করেই ওনারা বেরিয়ে এসেছেন। নতুন করে আর যেন করোনা আক্রান্ত রোগী না আসে তারও প্রার্থনা করেন তিনি।
এইদিকে জিবি হাসপাতালের এক চিকিৎসক জানান দ্বিতীয় করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় তিনজন চিকিৎসক, দুই জন নার্স সহ  বেশ কয়েকজন স্বাস্থ্য কর্মী নিয়োজিত ছিল। তাদেরকে স্টেট গেস্ট হাউসে ১৪ দিনের  ফেসেলিটি কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আর জিবি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেটাকে আপাতত সেনিটাইজ করে রাখা হবে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ