
ডেস্কও ব্যুরোঃ অসমে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ঘটেছে। রাজ্যের ২৮ নং
কোভিড-১৯ পজিটিভ হাইলাকান্দির রোগির রাত প্রায় ২টোর সময় মৃত্যু হয়।
উল্লেখযোগ্য যে, অসমে ২৮নং কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
করোনা ভাইরাসে আক্রান্ত বরাক উপত্যপকার এই ব্যক্তিকে সংকটজনক অবস্থায় শিলচর
মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করানো হয়েছিল। সেখানেই তিনি শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন।
রাতে একথা স্পষ্ট করেছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
With utmost Grief and sorrow,I would like to inform that Sri Faijul Haque Barbhyan,(65)Hailakandi District has expired few minutes back in SMCH due to complication of COVID19 https://t.co/MoRWPP4Bml deep condolences and prayers for the bereaved family— Himanta Biswa Sarma (@himantabiswa) April 9, 2020
উল্লেখযোগ্য যে, অসমে ২৮নং কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ড০ হিমন্ত বিশ্ব শর্মা বিকেল ৩টায় টুইটারের মাধ্যমে জানিয়েছেন যে,
হাইলাকান্দি অসমের ২৮ নম্বর COVID-19 রোগির অবস্থা সংকটজনক। যদিও তাঁর বাকি শরীরের অবস্থা
ভালো রয়েছে, অক্সিজেন গ্রহণ
করার মাত্রা হ্রাস পেয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্যে শিলচর মেডিক্যাল কলেজ
হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করানো হয়েছে।
Alert - The condition of the 28th case (from Hailakandi) of COVID-19 from assam is alarming, though his other parameters are stable his oxygen saturation is decreasing. Shifting to ICU of SMCH for better monitoring.— Himanta Biswa Sarma (@himantabiswa) April 9, 2020
উল্লেখযোগ্য যে, অসমে মঙ্গলবার
হাইলাকান্দির বাসিন্দা উক্ত ব্যক্তির শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত করা হয়েছিল।

তিনি সৌদি আরবে ওমরাহ হজ করে দিল্লি হয়ে হাইলাকান্দি বাড়িতে ফিরেছিলেন।
এর আগে অসমে মোট ২৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। যার মধ্যে ২৬
জনের সঙ্গেই নয়া দিল্লির নিজামুদ্দিনের তবলিগি জামাতের সঙ্গে সম্পর্ক রয়েছে।

0 মন্তব্যসমূহ