
ডেস্কও ব্যুরোঃ ত্রিপুরায় এখনও করোনায় কেউ সংক্রমিত নন। তবে লকডাউন চলতে থাকায় গরিব অংশের
মানুষের জন্য রাজ্যের বাম বিধায়কেরা তিন মাস তাঁদের বেতন-ভাতা থেকে ২৫%
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
বামফ্রন্ট পরিষদীয়
দলের সচেতক তপন চক্রবর্তী, বিধায়ক রতন ভৌমিক ও সহিদ চৌধুরী শুক্রবার
রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমারের সঙ্গে দেখা করে প্রথম মাসের জন্য ৮ জন
বিধায়কের চেক তুলে দিয়েছেন। বাকি ৮ জন বিধায়ক আগরতলার বাইরে থাকায় মহকুমা
শাসকদের মাধ্যমে তাঁরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য চেকে টাকা
পাঠাবেন।
সরকারের ঘোষিত বিনামূল্যে রেশন যাতে নিয়মিত সর্বত্র পৌঁছয়, তার
উপরে নজরদারি রাখতে মুখ্যসচিবের কাছে আবেদন জানিয়েছেন বাম বিধায়কেরা।

0 মন্তব্যসমূহ