
ডেস্কও ব্যুরোঃ ত্রিপুরা মেডিক্যাল কলেজে পরিষেবা নিতে আশা রোগীদের আত্মীয়
স্বজন ও বহিরাগতদের জীবাণু মুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো ত্রিপুরা
রাজ্যের টিএমসি হাসপাতাল চত্বরে।
হাসপাতালে প্রবেশের মুখে বসানো হয়েছে ডিস ইনফেক্সন চেম্বার। হাসপাতালের
স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকরাও একই ভাবে ভেতরে প্রবেশের ক্ষেত্রে ডিস ইনফেক্সন
চেম্বারের মধ্যে দিয়ে যেতে হবে। এই চেম্বারের মাধ্যমে প্রত্যেকের পোষাকে থাকা
জীবাণু ধংশ করা সম্ভব হবে। একই সঙ্গে শরীরে থাকা জীবাণু দূর করতেও সহায়ক। হ্যান্ড
সেনিটাইজারের মতোই কাজ করবে এই ডিস ইনফেক্সন
চেম্বার।

ত্রিপুরা রাজ্যের রাজধানীতে প্রথম পরীক্ষা মূলক ভাবে টিএমসি হাসপাতাল চত্বরে
এই ডিস ইনফেক্সন চেম্বার বসানো হয়েছে।
পরবর্তী সময় অন্যান্য স্থানেও চাহিদা মতো এই ডিস ইনফেক্সন চেম্বার বসানো হবে বলে প্রশাসনিক
সুত্রে খবর।

0 মন্তব্যসমূহ