
ডেস্কও ব্যুরোঃ ৬ এপ্রিল ভারতের ত্রিপুরায় প্রথম করোনা পিজিটিভের ঘটনা সামনে
আসার পর এবার আরো ভয়ংকর তথ্য বেরিয়ে পড়ছে।
কোভিড-১৯ এ আক্রান্ত উক্ত মহিলার ট্রেভেল হিস্ট্রি রয়েছে। তিনি ১৮ মার্চ অসমে
গুয়াহাটি থেকে ত্রিপুরায় গিয়েছিলেন।
উল্লেখযোগ্য যে, করোনায়
আক্রান্ত উক্ত মহিলা গুয়াহাটি থেকে আগরতলায় ফিরে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে রাজ্যের
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কার্যালয়
সন্দেহ করা হচ্ছে, গুয়াহাটির
বিভিন্ন স্থানে তিনি হয়তো ঘোরাফেরা করে থাকতে পারেন।

নতুন এই তথ্য সামনে আসার পর গুয়াহাটি মহানগরে যথেষ্ট আতংকজনক পরিস্থিতির
সৃষ্টি হয়েছে।
করোনায় আক্রান্ত ৪৫ বছরের মহিলা গোমতি জেলার উদয়পুরের বাসিন্দা বলে জানা গেছে।
বিগত ৬ দিন থেকে তিনি জ্বরে ভুগছিলেন। তাঁকে ভর্তি করানো হয় গোমতি জেলা
হাসপাতালে।
৫ এপ্রিল, রবিবার আক্রান্ত মহিলার শ্বাসকষ্টজনিত সমস্যা হতে থাকে। এরপরই তাঁকে ভর্তি
করানো হয় আগরতলাস্থিত ILS নামক একটি ব্যক্তিগত চিকিৎসালয়ে।
তারপর আইএলএস থেকে মহিলাকে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে এনে পরীক্ষা করা হয়।
গতকাল সন্ধ্যায় তার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

0 মন্তব্য