
ডেস্কও ব্যুরোঃ করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে এইবার ময়দানে নামলো
রাজধানীর মেলারমাঠ এলাকার ক্ষুদে অঙ্কন শিল্পীরা। ঘরে থাকলে সুস্থ থাকা যাবে। ঘর
থেকে বের হলে করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে। এলাকার ক্ষুদে অঙ্কন শিল্পীরা
এলাকাবাসিদের এই বিষয়ে সচেতন করতে এলাকার বিভিন্ন দেওয়ালে চিত্র অঙ্কন করছে।
সোমবার থেকে তারা এই কর্মসূচী শুরু করেছে।
মঙ্গলবারও এই কর্মসূচী জারি রেখেছে ক্ষুদে অঙ্কন শিল্পীরা। ক্ষুদে অঙ্কন
শিল্পীরা মেলারমাঠ এলাকার বিভিন্ন দেওয়ালে তাদের চিত্রাঙ্কনের মধ্য দিয়ে ফুটিয়ে
তুলছে ঘরে থাকুন সুস্থ থাকুন। ঘর থেকে বের হলে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন।
ক্ষুদে অঙ্কন শিল্পীরা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই চিত্রাঙ্কনের উদ্দেশ্য
সম্পর্কে জানায়।

0 মন্তব্যসমূহ