
ডেস্কও ওয়েব ডেস্কঃ রেশনের ভোক্তাদের রেশন সামগ্রী জালিয়াতীর মাধ্যমে আত্মসাৎ করার প্রমান পাওয়ার
পরেও রেশন সপ ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ভোক্তাদের মধ্যে তীব্র
ক্ষোভ দেখা দিয়েছে। দাবি উঠেছে রেশন ডিলারের ডিলারশিপ বাতিল করার জন্য।
কমলপুর মহকুমার খাদ্য ও জন সংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধীনে থাকা
সাতটি রেশন সপ ডিলারের বিরুদ্ধে ভোক্তাদের রেশন সামগ্রী জালিয়াতীর মাধ্যমে আত্মসাৎ
করার অভিযোগ ওঠে। এই বিষয়ে দপ্তরে লিখিত অভিযোগ জানায় ভোক্তারা। অভিযোগ এতে কোন
কাজ হয়নি। এর মধ্যে কয়েকজন রাজ্য দপ্তরে অধিকর্তার কাছে বিষয়টি জানায়।
সূত্রের খবর সাতটি রেশন সপ ডিলারের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া
যায়। মহকুমা শাসকের কাছে একটি চিঠি দিয়ে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
চিঠিটি ইস্যু হয় ২০ মার্চ। কিন্তু এখনো পর্যন্ত মহকুমার খাদ্য দপ্তর কোন ব্যবস্থা
না নেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

0 মন্তব্যসমূহ