About Me

header ads

লক ডাউনের প্রকোপে রাজ্যের চড়ক পূজা উৎসব!


ডেস্কও ব্যুরোঃ চড়ক পূজা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয়। এবং বৈশাখের প্রথম দুই-তিন দিনব্যাপী চড়ক পূজার উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ।
এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চড়ক সংক্রান্তির মেলা নামে অভিহিত। রাজ্যেও চড়ক পূজা অনুষ্ঠিত হয়। তবে এই বছর করোনা ভাইরাসের ফলে লক ডাউনের কারনে অন্যান্য বছরের ন্যায় জাকজমক পূর্ণ ভাবে কোথাও চড়ক পূজা অনুষ্ঠিত হচ্ছে না। প্রতি বছর রাজ্যের গ্রাম পাহাড় সর্বত্রই জমজমাট ভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বসে চড়ক মেলা। কিন্তু এই বছর করোনার প্রকোপে তেমন কিছুই হচ্ছে না। তবে এলাকার লোকজন ধর্মীয় রীতি মেনে চাঁদা সংগ্রহ করে নিজেদের বারিতেই এই চড়ক পূজা সাঙ্গ করছেন বলে জানা যাচ্ছে।
সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় রাজ্যের বিভিন্ন প্রান্তের চিত্র ফুটে উঠে। এলাকার বাসিন্দারাই জানান করোনা ভাইরাসের কারনে এই বছর স্কুল মাঠে চড়ক পূজা করা থেকে বিরত থেকেছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ