About Me

header ads

ফাঁসিতে আত্মহত্যা এক গৃহবধূর!


ডেস্কও ব্যুরোঃ নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম প্রণতি সিনহা। ঘটনা রাজধানীর মঠ চৌমুহনী এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা সঞ্জয় সিনহার স্ত্রী প্রণতি সিনহা। পেশায় ব্যাঙ্ক কর্মী সঞ্জয় সিনহা শান্তিরবাজার থাকেন কর্মসূত্রে। মঠ চৌমুহনী বাড়িতে শ্বশুর-শ্বাশুরির সাথে একমাত্র সন্তানকে নিয়ে থাকতেন প্রণতি সিনহা। বুধবার সকালে প্রণতি সিনহা নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। বিষয়টি পরিবারের লোকজনদের নজরে আসার পর খবর দেওয়া হয় মৃতার বাপের বাড়িতে ও পূর্ব আগতলা থানার পুলিশকে।
ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এইদিকে ঘটনার খবর পেয়ে মৃতার মামা ঘটনাস্থলে ছুটে আসেন।
তিনি সংবাদ প্রতিনিধিদের জানান মৃত প্রণতি সিনহা শ্বশুর বাড়িতে ভালোই ছিল। সংসারে কোন ধরনের অশান্তি ছিল না। তারপরও কেন সে আত্মহত্যা করেছে তা নিয়ে তিনি কিছুই জানেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ