ডেস্কও ব্যুরোঃ সমগ্র বিশ্ব জুড়ে মহামারির রুপ ধারন করেছে করোনা ভাইরাস। করোনা
ভাইরাসের এখনো পর্যন্ত কোন ধরনের প্রতিষেধক আবিস্কার করা সম্ভব হয়নি। এই
পরিস্থিতিতে চিকিৎসকরা সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন ও
জীবাণু মুক্ত থাকার পরামর্শ দিয়েছেন।
করোনার সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে আগরতলা পুর নিগম এলাকাকে জীবাণু মুক্ত
করার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মোতাবেক প্রতিদিন রাজধানীর বড় বড় রাস্তা গুলিতে
গাড়ির মাধ্যমে জীবাণু নাশক ঔষধ স্প্রে করা হচ্ছে। পাশাপাশি নিগম এলাকার যে সকল গলি
রাস্তা রয়েছে সেই রাস্তা গুলিতে জীবাণু নাশক ঔষধ স্প্রে করে যাচ্ছে নিগমের সাফাই
কর্মীরা।
এক সাফাই কর্মী জানান ১৪ এপ্রিল থেকে এই জীবাণু নাশক ঔষধ স্প্রে করার কাজ শুরু
হয়েছে। যে সকল গলি রাস্তায় গাড়ি ঢুকতে পারে না, সেই সকল রাস্তায় তারা এই ঔষধ স্প্রে করছেন।

0 মন্তব্যসমূহ