About Me

header ads

পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান রাজ্য সরকারের!


ডেস্কও ব্যুরোঃ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে লাগু রয়েছে লক ডাউন। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও লাগু রয়েছে লক ডাউন। এই লক ডাউনের ফলে বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও বহু পরিযায়ী শ্রমিক আটকে পরে। এই সকল পরিযায়ী শ্রমিকদের একাংশ রাজধানীর মহারাজগঞ্জ বাজারে লোডিং, আনলোডিং-এর কাজ করে।
লক ডাউনের ফলে রাজ্যে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের যেন কোন ধরনের খাদ্য সামগ্রী কিংবা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সমস্যায় পড়তে না হয় তার জন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করা হয়।
সেই মোতাবেক রবিবার রাজধানীর মহারাজগঞ্জে লোডিং, আনলোডিং-এর কাজে যুক্ত পরিযায়ী শ্রমিকদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় নগদ এক হাজার টাকা করে। সদর মহকুমা শাসক অসিমা সাহার উপস্থিতিতে এইদিন প্রশাসনিক আধিকারিকরা এই সকল পরিযায়ী শ্রমিকদের নথিপত্র চেক করে তাদের হাতে নগদ অর্থ তুলে দেয়।
এইদিন প্রায় তিন হাজার পরিযায়ী শ্রমিকের হাতে এক হাজার টাকা করে তুলে দেওয়া হয়। লক ডাউনের মধ্যে সরকারের কাছ থেকে নগদ এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়ে যথেষ্ট খুশি পরিযায়ী শ্রমিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ