
ডেস্কও ব্যুরোঃ মানসিক অবসাদে ভুগে আত্মঘাতী এক মহিলা। ঘটনা শ্রীনগর থানাধীন
আনন্দনগর উড়িয়া পাড়ায়। মৃতার নাম পুতুল নায়েক, বয়স ৪৫। শৌচালয়ে ঢুকে ফাঁসিতে আত্মহত্যা করেন বলে জানায়
স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা আরো জানায় দীর্ঘ দিন ধরে মহিলা মানসিক অবসাদে ভুগছিল। এর
মধ্যে ঋন নিয়েছেন। যোগালির কাজ করত মহিলা। বর্তমানে বন্ধ হয়ে পড়ায় অবসাদ আরো বেড়ে
যায়। এই বাড়িতে মৃতা ও তার ছেলে থাকত।
অনেক দিন ধরে মানসিক অবসাদে ভোগার কারণে কাজও বন্ধ হয়ে পরে। রবিবার বাড়ির
অন্যদের অবর্তমানে ফাঁসিতে আত্মহত্যা করেন মহিলা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ
উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

0 মন্তব্যসমূহ