
ডেস্কও ব্যুরোঃ নবম শ্রেনীর ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ উঠল এক শিক্ষকের
বিরুদ্ধে।
ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার
সকালে শিক্ষকের বাড়িতে প্রাইভেট টিউশন নিতে গেলে ব্যাচের সহপাঠিরা আসার পৃর্বে ঐ
ছাত্রীর সাথে বিভিন্ন কুকর্ম করে অভিযুক্ত শিক্ষক।
মেয়ের পরিবারের অভিযোগ মূলে বিলোনীয়া মহিলা থানা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে
মামলা নেয়। পুলিশ এই ক্ষেত্রে একটি মামলা নিয়ে নাবালিকার জবানবন্দী নিয়ে আদালতে
পাঠায়।

জানা গেছে অভিযুক্ত শিক্ষক পলাতক। উল্লেখ্য অভিযুক্ত শিক্ষকের স্ত্রী,
সন্তান বর্তমানে কলকাতাতে আছে লকডাউনের কারনে। প্রশ্ন
উঠেছে লক ডাউনের সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ থাকার পরেও কিভাবে এই কোচিং
দিচ্ছিলেন শিক্ষক। আর সেই কোচিং- এ কেন ছাত্র ছাত্রীদের পাঠাচ্ছিল অভিভাবকেরা। বিলোনীয়া
মহিলা থানার ওসি মাফ্রু মগ এই বিষয়ে সংবাদ মাধ্যমকে অবগত করেন।

0 মন্তব্যসমূহ