
ডেস্কও ব্যুরোঃ করোনা প্রতিরোধে সরকারি নির্দেশে রাজ্যে চলছে দ্বিতীয় পর্যায়ের
লকডাউন। এই লকডাউনে অত্যাবশ্যকিয় সামগ্রীর দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধের
নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যজুড়ে। এমনকি মহকুমা প্রশাসন থেকে এই বিষয়ে মহকুমাবাসীকে
অবগতও করা হয়েছে।
কিন্তু কুমারঘাট মহকুমার অধীন ফটিকরায় বাজারের একাংশ অসাধু ব্যাবসায়ী সরকারি
নির্দেশনামাকে কোনভাবেই মানছেন না বলে অভিযোগ। বাজারের কাপড়,জুতো সহ বেশ কিছু পান দোকানি তাদের দোকানের দরজা অর্ধেক
খোলা রেখে দেদার ব্যাবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ছিল প্রথম থেকেই।
ফটিরায় বাজারের সেই অভিযোগের সত্যতা ধরা পড়লো সোমবার সংবাদ প্রতিনিধীদের
ক্যামেরায়ও। বাজারে গিয়ে দেখা গেলো বাজারের একাংশ আতিলোভী ব্যাবসায়ী দোকানের সাটার
অর্ধেক খোলা রেখে দেদার চালিয়ে যাচ্ছেন ব্যাবসা। ফটিকরায় বাজারে এমনটা হচ্ছে বলে
অভিযোগ।
শুধু ফটিকরায়ই নয় কুমারঘাট শহর এলাকায়ও একই অবস্থা। করোনা মোকাবেলায় দেশের
সুরক্ষার ক্ষেত্রে এসব বিষয়ের উপর অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন বলে
মনে করছেন সচেতন মহল।

0 মন্তব্য