ডেস্কও ওয়েব ডেস্কঃ গত ২৭ এপ্রিল চোরাইবাড়ি দিয়ে এ্যাম্বুলেন্সে করে রাজ্যে আসে ৫ জন। সেদিন
সকালে চোরাইবাড়িতে দুই চালক সহ ৫ জনের স্ক্রিনিং করানো হয়। ২৮ এপ্রিল রাজ্য ত্যাগ
করে এ্যাম্বুলেন্সটি। সেই এ্যাম্বুলেন্সের একজন চালক, তার বাড়ি তামিলনাড়ু, তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। তারপরই যাবতীয়
পদক্ষেপ নেয় সরকার
ইতিমধ্যেই সেই এ্যাম্বুলেন্সে করে আসা
গোমতী জেলার তিনজন ও বাইখোরাড় দুইজনকে শনাক্ত করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ এলেও চেইন খোঁজার কাজ চলছে। আগামি ১৪ দিন
তাদের পর্যবেক্ষণে রাখা হবে।
বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য দেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি
আরও জানান বহিঃরাজ্যের এ্যাম্বুলেন্স চালককে শিলিগুড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

0 মন্তব্যসমূহ