About Me

header ads

টিএসআর জওয়ানের লাঠির আঘাতে হাত ভাঙল এক অবসর প্রাপ্ত সরকারী কর্মচারীর!


ডেস্কও ব্যুরোঃ লক ডাউনে বাড়ি থেকে বের হয়ে ঔষধ আনতে যাওয়ার সময় টিএসআর জওয়ানের লাঠির আঘাতে হাত ভাঙল এক অবসর প্রাপ্ত সরকারী কর্মচারীর। ঘটনাটি ঘটেছে রাজধানির রামনগর ৪ নং রোডের কল্লোল ক্লাব এলাকায়। আহত ব্যক্তির নাম জয়কৃষ্ণ রায়।
তিনি জানান, গত সোমবার সন্ধ্যা সাড়া সাতটার নাগাদ বাড়ির পাশে ঔষধ ক্রয় করতে যাচ্ছিলেন, সে সময় সদর মহকুমা অফিসের গাড়ি দিয়ে কিছু পুলিশ ও টি এস আর জওয়ানরা টহলদারী চালাচ্ছিল। সে সময় জয়কৃষ্ণ রায়কে দেখে জিজ্ঞেসা করেন তিনি কোথায় যাচ্ছেন। কিন্তু তিনি ঔষধ ক্রয় করতে যাচ্ছেন বলতেই এক টিএসআর জওয়ান গালিগালাজ করে এবং বেধড়ক মারধোর করতে শুরু করে। কোন একটা সময় টিএসআর জওয়ান জয়কৃষ্ণ রায়কে মাটিতে ফেলে বেধড়ক মারতে থাকে। জওয়ানের লাঠি আঘাতে জয়কৃষ্ণ রায়ের হাত ভেঙে যায়।
পরে এলাকাবাসী ছুটে এসে আহত অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী জয়কৃষ্ণ রায়কে হাসপাতাল নিয়ে যায়। ঘটনায় জয়কৃষ্ণ রায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ বিচার চায়। এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ