
ডেস্কও ব্যুরোঃ মোহনপুর হরিণাখলা গ্রামে এক নাবালিকাকে বাড়ির দুই ভারাটিয়া
যুবক কুপ্রস্তাব দেয়। পরে নাবালিকাটি পরিবারকে জানালে নাবালিকার পিতা বিষয়টি এলাকাবাসীর
গোচরে নেন।
এলাকাবাসী শনিবার নাবালিকার বাড়িতে আসলে সেই দুই অভিযুক্ত মহিম উদ্দিন ও জাকির
হোসেন এলাকাবাসীর উপর ছুরি নিয়ে আক্রমণ করে। আহত হয় মনোরঞ্জন,
মিঠুন শীল ও সুমন নমঃ৷ তাদের মধ্যে দুজনকে চিকিৎসক জি
বি হাসপাতালে রেফার করে।

এলাকাবাসী দুই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ
চালাচ্ছে। এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।

0 মন্তব্যসমূহ