About Me

header ads

বাধারঘাট রেলস্টেশনের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার!


ডেস্কও ব্যুরোঃ বাধারঘাট রেলস্টেশনের তিন নাম্বার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম প্রণব সরকার। বয়স ২৭ বছর। বাবার নাম মনতোষ সরকার। বাড়ি ওএনজিসি কাঞ্চন পল্লী এলাকায়।
৩ এপ্রিল থেকে নিখোঁজ ছিল মৃত যুবক। বৃহস্পতিবার সকালে বাধারঘাট রেলস্টেশনের তিন নাম্বার ব্রিজ সংলগ্ন এলাকার লোকজন এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ ভেসে আসছে বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। এইদিকে ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই মৃত প্রনব সরকারের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
এ.ডিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এইদিকে মৃতের ভাই প্রবীর সরকার জানান ৩ এপ্রিল থেকে নিখোঁজ ছিল প্রনব সরকার। তিনি আরও জানান মৃত প্রনব সরকার দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। তার থেকেই হয়তো আত্মহত্যা করেছে প্রনব সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ