About Me

header ads

৯০ বছর পর এই প্রথম ভয়ঙ্কর আর্থিক মন্দার মুখে বিশ্ব: আইএমএফ


ডেস্কও ব্যুরোঃ করোনায় কাঁদছে গোটা বিশ্ব। দুনিয়ার তাবড় তাবড় দেশও করোনার কবলে রীতিমতো দিশেহারা। এই পরিস্থিতিতে বিশ্বে অর্থনীতি বিরাট ধাক্কা খেতে চলেছে বলে ইঙ্গিত দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। অতিমারী করোনার জেরে ভয়ঙ্কর আর্থিক মন্দার সাক্ষী হবে ২০২০ সাল। এমনকি, ১৯৩০ সালের ভয়ঙ্কর আর্থিক মন্দার পর এই প্রথম বিশ্ব অর্থনীতিতে এতটা খারাপ অবস্থা হতে পারে এ বছরে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন আইএমএফের মেনেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা।
এ প্রসঙ্গে আইএমএফের মেনেজিং ডিরেক্টর বলেছেন, আজ গোটা বিশ্ব সংকটের মুখোমুখি হয়েছে। করোনা আমাদের সামাজিক-অর্থনৈতিক গতি ব্য়াহত করেছে, যা আমাদের জীবদ্দশায় আগে ঘটেনি। জর্জিভা আরও বলেছেন, বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাস। কোটি কোটি মানুষের জীবনে সংকট দেখা দিয়েছে। তাঁর কথায়, কয়েক সপ্তাহ আগে পর্যন্তও সবকিছু স্বাভাবিক ছিল। এখন স্কুল যাওয়া, কাজে বেরোনো, সবকিছুই বিপজ্জনক
এরপরই আইএমএফের মেনেজিং ডিরেক্টর বলেন, আমরা আন্দাজ করতে পারছি যে, এবছর আর্থিক মন্দা সবথেকে খারাপ হবে। তিন মাস আগে পর্যন্ত আশার আলো দেখেছিলাম যে ২০২০ সালে ১৬০টিরও বেশি দেশের মাথাপিছু আয় বাড়বে। এখন আমাদের মনে হচ্ছে, এ বছর ১৭০টিরও বেশ দেশের মাথাপিছু আয় খারাপ হবে
উল্লেখ্য, ১৯২৯ সালে বিশ্বব্যাপী ভয়ঙ্কর আর্থিক মন্দা হয়। ১৯২৯ সালে ওয়াল স্ট্রিটে ধসের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার সূত্রপাত ঘটে। এর প্রভাব চলেছিল ১০ বছর পর্যন্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ