
ডেস্কও ব্যুরোঃ রাজ্যে প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়ার সাথে সাথে একাধিক
পদক্ষেপ গ্রহণ করলো প্রশাসন। করোনা আক্রান্ত মহিলার ট্র্যাভেল হিস্ট্রি খতিয়ে দেখে
জিরানিরা মহকুমার বৃদ্ধনগর এলাকার দুই পরিবারের শিশু ও বৃদ্ধ মিলে ১৩ জনকে
কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে।
মহিলার ট্রাভেল হিস্ট্রি থেকে প্রশাসন জানতে পারে বেশকিছু দিন ধরে ঐ মহিলা
বৃদ্ধনগর এলাকার নিকট আত্বিয়ের বাড়িতে অবস্থান করছিল। সেই মোতাবেক এইদিন জিরানিয়া
মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃদ্ধনগর এলাকার ঐ মহিলার নিকট আত্বিয়ের দুই বাড়ির ১৩
জনকে রাজধানীর ভগৎ সিং যুব আবাসের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে আসা হয়।

মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসক সুভাষ দত্ত ও ডি.সি.এম কৃষাণু দের
নেতৃত্বে স্বাস্থ্য কর্মীরা তাদের নিয়ে আসে কোয়ারেন্টাইন সেন্টারে। পাশাপাশি ঐ দুই
বাড়ির চারদিকের এক কিলোমিটার এলাকা প্রশাসনের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়। এলাকায়
মোতায়েন করা হয় আরক্ষা কর্মী। সিল করে দেওয়া এলাকার লোকজনদের এলাকা থেকে বের না
হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন থেকে।এলাকায় জীবাণু নাশক ঔষধ স্প্রে করা হচ্ছে
প্রশাসন থেকে।

0 মন্তব্যসমূহ