নেশাবিরোধী অভিযানে আবারো বড়সড় সাফল্য পেল উত্তর জেলা পুলিশ। উত্তর জেলার
পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে কদমতলা থানার পুলিশ ও উত্তর জেলার
পুলিশের গোয়েন্দা শাখার কর্মীরা বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা
থানাধীন কুর্তি এলাকায় নেশাবিরোধী অভিযান চালায়। এই অভিযানে উদ্ধার হয় ১০
হাজার ইয়াবা ট্যাবলেট এবং ২ প্যাকেট ব্রাউন সুগার। প্রতি প্যাকেটে ২৫
গ্রাম করে ব্রাউন সুগার রয়েছে বলে জানা গেছে। এই নেশা সামগ্রীর সাথে আটক
করা হয়েছে এক নেশা কারবারিকে। একই সাথে উদ্ধার হয়েছে দুইটি বাইক। ধৃত নেশা
কারবারির নাম আসিকুর রহমান। বয়স অনুমানিক ৩২ বছর।
ধৃত আসিকুর রহমানের বাড়ি
আসামের করিমগঞ্জ জেলার কাঠালতলি। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী
জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়া গেছে।
এই
অভিযানে স্থানীয়রা সহযোগিতা করেছে। ধৃত নেশাকারবারির বিরুদ্ধে এনডিপিএস
এক্টে মামলা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ