
দিনে দিনে আধুনিক হচ্ছে সমস্ত ব্যবস্থা। ডিজিটাইলেজেশন এর মাধ্যমে ঘড়ে বসেই
মিলছে সমস্ত তথ্য। এক কথায় আপনার হাতের মুঠোয় এখন গোটা বিশ্ব। তার থেকে
বাদ যায়নি বিচার ব্যবস্থাও। মঙ্গলবার হাইকোর্টে ৩ টি মোবাইল অ্যাপসের সূচনা
করেন প্রধান বিচারপতি সঞ্জয় ক্যারোল।
এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে এই তিনটি
মোবাইল অ্যাপসের সূচনা করেন তিনি। এই তিনটি অ্যাপসের মাধ্যমে যে কেউ জেনে
নিতে পারবে তার মামলার বর্তমান অবস্থান সম্পর্কে। একই সঙ্গে বিচার
ব্যবস্থার সঙ্গে যুক্তরা ছুটির জন্য আবেদন করতে পারবে এই অ্যাপস ব্যবহার
করেই। তাছাড়া ফাইল পিটিশন করা যাবে অ্যাপসের মাধ্যমে। তিনটি অ্যাপসের
উদ্বোধন করে হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি সঞ্জয় ক্যারোল বলেন
ডিজিটাল ব্যবস্থার সঙ্গে জুক্ত করা হয়েছে বিচার ব্যবস্থাকে। এখন ঘরে বসেও
প্রত্যেকে তাদের মামলা সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য জানতে পারবেন। এভাবে
দ্রুত গোটা বিষয়টি সম্পর্কে অবগত হওয়া সম্ভব বলে জানান তিনি। এদিনের
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি শুভাশিস তলাপাত্র
সহ অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ