
বক্সনগরের রহিমপুর এলাকার 168 নং গেইটের বাইরে দুলা মিয়ার বাড়িতে
বাংলাদেশের RAB-এর ৫ জন কর্মকর্তা ২ জন মহিলা ও ৩ জন পুরুষ দুলামিয়ার
ছেলেকে তার বাড়িতে এসে আটক করে বাংলাদেশে নিয়ে যেতে চাইলে এলাকার মানুষ
জড়ো হয়ে তাদেরকে আটক করে উওম মধ্যম দেয়। তাদের কাছে ১ টি রিভলবার ও
বাংলাদেশি জাল টাকা পাওয়া যায় বলে খবর।
এই ঘটনার পর বি এস এফ- এর
আধিকারিকরা আলোচনা করছে। কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে পোঁছায়। গোটা ঘটনায়
পরিস্থিতি থমথমে। জানা গেছে বাড়ির মালিক দুলা মিয়ার স্ত্রী রাত ১০ টার
সময় মারা জায়। এমত অবস্তায় তার ছেলেকে আটক করে নিয়ে জেতে চাইলে এলাকার
মানুষ তাদেরকে আটক করে। পূর্বেও এরকম করে একজনকে আটক করে নিয়ে গিয়ে তার
কাছ থেকে ৫ লক্ষ টাকা আদায় করে ছিল বলে সূত্রের খবর। এই ঘটনায় এলাকায় চাপা
উত্তেজনা বিরাজ করছে।
0 মন্তব্যসমূহ