
সম্প্রতি রাজ্য সরকার চিকিৎসা পরিষেবা প্রদানের বহু ক্ষেত্রে ফিস চালু করার
সিদ্ধান্ত গ্রহণ করে। জিবি হাসপাতাল সহ বেশ কেয়েকটি হাসাপাতালে রোগীর
খাবারের জন্য চার্জ, অক্সিজেনের জন্য ঘণ্টায় ৫০ টাকা, ভর্তি হওয়ার
ক্ষেত্রে ফিস, আইসিইউ-র শয্যা ভাড়া ১৮৬ টি পরীক্ষার ক্ষেত্রে এখন থেকে
নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদান করতে হবে রোগীর পরিবার পরিজনদের।

তারই প্রতিবাদ জানিয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস
আন্দোলনে নামার হুশিয়ারি দেয়। তারই অঙ্গ হিসাবে সোমবার রাজ্যের প্রধান
সরকারি রেফারেল হাসপাতাল অর্থাৎ জিবি হাসপাতালের সন্মুখে ধর্না প্রদর্শন
করে প্রদেশ কংগ্রেস। এইদিন প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা জিবি
হাসাপাতালের মুল ফটকের সন্মুখে প্লে-কার্ড গলায় ঝুলিয়ে মুখে কালো কাপড়
বেধে নিরব ধর্না সংগঠিত করে। এবং আগরতলা শহরে বিকালে বিশাল মিছিল করে,
কংগ্রেস নেতৃত্বরা এইদিন সরকারের সমালোচনায় মুখর হন। পাশাপাশি সরকারের এই
সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

0 মন্তব্যসমূহ