নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। ব্রাউন সুগার সহ
তিন নেশা কারবারীকে আটক করে পুলিশ। তার মধ্যে রয়েছে পুলিশ কনস্টেবল দেবাশিস
সেন। অন্য দুই কারবারির নাম মিঠুন দেবনাথ ও অমৃত সরকার। পূর্ব থানার ওসি
জানান গোপন খবর আসে প্রতাপ গড় বাজারে কিছু লোক সন্দেহ মূলক ভাবে ঘোড়া ঘুরি
করছে।
ফাঁড়িতে এই খবর আসা মাত্রই পুলিশ ঘটনা স্থলে যায়। সেখান থেকে তিন
জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। এদের মধ্যে একজন
পুলিশ কনস্টেবল বলে দাবি করছে। কিন্তু আইন সকলের জন্য সমান। তাই প্রত্যেকের
জন্য ব্যবস্থা গ্রহন করা হবে। ইতিমধ্যেই এন ডি পি এস অ্যাক্টে মামলা
নিয়েছে পুলিশ। কোথা থেকে এই নেশা সামগ্রী আনা হয়েছে তা ক্ষতিয়ে দেখতে
ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ১০ গ্রাম ব্রাউন
সুগার উদ্ধার হয়েছে। আটক তিন জনের বারি তেলিয়ামুড়া, সাধুটীলা এবং
কবিবারটিলা বলে জানান পূর্ব থানার ওসি মানিক দেবনাথ।
0 মন্তব্যসমূহ