জাতীয় মহিলা কমিশনের সহযোগিতায় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে
শুক্রবার থেকে চরিলাম আর.ডি ব্লকের অন্তর্গত লিলা দেব স্মৃতি কমিউনিটি হলে
মহিলাদের নিয়ে শুরু হয়েছে দুই দিন ব্যাপী আইনি সচেতনতা শিবির।
প্রদিপ
প্রজ্জলনের মধ্যদিয়ে দুইদিন ব্যাপী এই শিবিরের সুচনা করেন ত্রিপুরা রাজ্য
মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালি গোস্বামী। উপস্থিত ছিলেন মহিলা কমিশনের
সদস্যা মৌসুমি দাশ, চরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখি দাশ কর, জেলা
সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিক চন্দ্রানি বিশ্বাস সহ
অন্যান্যরা। এই শিবিরে এইদিন এলাকার মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।
শিবিরে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালি
গোস্বামী বলেন বর্তমানে সমাজ একেবারে নিচে নেমে এসেছে। যার ফলে ৫০ বছর বয়সী
বৃদ্ধ-র যৌন লালসার শিকার হচ্ছে শিশুরা। এই নিয়ে কেউ কোন কথা বলে না ভয়ে।
এই সকল ঘটনা বন্ধের ক্ষেত্রে সকলের দায়িত্ব রয়েছে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ