
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে নির্মাণের
জন্য ডাকা টেন্ডারের ক্ষেত্রে অনিয়ম ও বাকা পথে বরাত দেওয়ার অভিযোগ আনল
ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই। এই ক্ষেত্রে অর্থের লেনদেন করা হয়েছে বলে
অভিযোগ করেন এন এস ইউ আই-এর সভাপতি রাকেশ দাস। কি ভাবে একটা শিক্ষা
প্রতিষ্ঠানে অংকের বিনিময়ে নির্মাণের জন্য বাকা পথে টেন্ডার পাইয়ে দিতে
পারে একজন শিক্ষাবিদ তা নিয়ে প্রস্ন তোলেন তিনি।
শুক্রবার প্রদেশ কার্যালয়ে
সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলে ধরনে এন এস ইউ আই-এর সভাপতি রাকেশ
দাস। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দেন তিনি। একই
সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীবাসের ইনচার্জের বিরুদ্ধে অনৈতিক আচরণ করার
অভিযোগ তোলে এন এস ইউ আই-এর সভাপতি রাকেশ দাস। তাদের অভিযোগের
পরিপ্রেক্ষিতে কত গুলি ছবি তুলে ধরে এন এস ইউ আই নেতৃত্বরা।
0 মন্তব্যসমূহ