About Me

header ads

যান দুর্ঘটনায় মৃত্যু হল প্রদীপ দেবনাথ নামে এক শিক্ষকের!

সোমবার সাত সকালে যান দুর্ঘটনায় মৃত্যু এক স্কুল শিক্ষকের । মৃত শিক্ষকের নাম প্রদীপ দেবনাথ। ঘটনা আগরতলা- মোহনপুর সড়কের লেফুঙ্গা থানার অন্তর্গত আদারনী চা বাগান সংলগ্ন  দমদমিয়া এলাকায়। মৃত শিক্ষকের বাড়ি মোহনপুর স্কুল সংলগ্ন এলাকায়। TR01 AF6023 নম্বরের একটি বাইকে ছিলেন তিনি। পথে দুর্ঘটনার কবলে পড়েন।

জানা গেছে মৃত শিক্ষক প্রদীপ দেবনাথ উত্তর তারানগর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। দমকল কর্মীরা জানান খবর পেয়ে ঘটনা স্থলে যান তারা। দমদমিয়া এলাকা থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন। জিবিতে আনার পর চিকিৎসককেরা প্রদীপ দেবনাথকে মৃত বলে ঘোষান করেন। তবে কিসের সঙ্গে এই দুর্ঘটনা তা স্পষ্ট নয়। যানা গেছে একটি গারির সঙ্গে দুর্ঘটনা  ঘটে বাইকটির।

এই ঘটনায় মৃত শিক্ষকের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। কি কারনে স্কুল ফেলে এই স্থানে তিনি এসেছিলেন তা স্পষ্ট নয়। এই রহস্য জনক দুর্ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ